1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

রূপগঞ্জে ডিবি পরিচয়ে গরুর ট্রাক ডাকাতির ঘটনায়,৬ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১২৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে গরুর ট্রাক ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি হওয়া ১৯টি গরু ও একটি ট্রাক উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেফতার আসামিরা হলেন- তোফ মীর শাওন (৩৩), নাদিম হাসান আনিস (৩০), জুয়েল (২৯), কাউছার (৩০), ফরহাদ (২৬) ও মোজাম্মেল (২৬)।

এর আগে গত ৬ মার্চ ভোররাতে রূপগঞ্জের গেলাকান্দাইল ইউনিয়নের এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারে ৭/৮ জনের একটি ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিস্তল ঠেকিয়ে গরুভর্তি ট্রাক নিয়ে চলে যায়।
পরে গরু ব্যাবসায়ী জমির হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

পরে অভিযান চালিয়ে লুন্ঠিত গরু ও ট্রাকসহ আসামিদের গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন মহাসড়কে ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয়ে গরু ও মালবাহী ট্রাক এবং বিদেশ ফেরত যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে লুন্ঠন করে নিত।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD