1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

জাকির খানের জামিন নামঞ্জুর

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষী দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

সোমবার (৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে এই সাক্ষ্য প্রদান করেন। সাক্ষী গ্রহণ শেষে আদালত আগামী ৭ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছেন।

এদিন এ মামলায় তার বিরুদ্ধে জামিনের আবেদন করা হয়েছিলো। পরে বিজ্ঞ আদালত শুনানী শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর সত্যতা নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

এদিকে জাকির খানকে নারায়ণগঞ্জ আদালতে আনাকে কেন্দ্র করে সকাল থেকেই তার অনুসারীরা উপস্থিত হন। এক পর্যায়ে তারা জাকির খানের মুক্তি চেয়ে স্লোগান দেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবি জানিয়েছেন সাবেক ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রসঙ্গত, জাকির খান নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার আসামি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরিচয় গোপন করে গত এক বছর সপরিবারে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছিলেন। পরে গত ৩ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD