আমার নারায়ণগঞ্জঃ জেলা তথ্য অফিস নারায়ণগঞ্জ,গনযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত বন্দরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ডাঃ মোঃ মাহবুব আলম।
ওরিয়েন্টেশন কর্মশালায় আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার হাবিববুর রহমান হাবিব, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ মনির হোসন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল মোমেন কচি, ৪নং ওয়ার্ড মেম্বার মাহাবুব, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী মেম্বার মায়া আক্তার শিখাসহ ইউপি সচিব, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও এনজিও কর্মীসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।