1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

১৩,১৪ ও ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগরের ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তোলারাম কলেজ মাঠ সংলগ্নে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শ্রী সুব্রত পুরকায়স্থ।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি উর্মি ঢালীর সভাপতিত্বে ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য মোঃ টিপু সুলতান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য নজরুল ইসলাম মুন্সি, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য জামির হোসেন রনি, কায়কোবাদ রুবেল,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ছগীর আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা তাহের উদ্দিন সানি।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন ১৩,১৪,১৫ নং ওয়ার্ড সম্মেলনে যাঁরা প্রার্থী হয়েছেন, ১৩নং ওয়ার্ড সভাপতি প্রার্থী রাকিব হাসান, সাধারণ সম্পাদক প্রার্থী, বায়েজিদ আহমেদ নয়ন, মোঃ সুলতান মাহমুদ, ১৪নং ওয়ার্ড সভাপতি প্রার্থী রাজিব চন্দ্রদেব, মোঃ সাজ্জাত হোসেন শাহাদাৎ প্রধান, সাধারণ সম্পাদক প্রার্থী সুমন চন্দ্র গোপ, ১৫নং ওয়ার্ড সভাপতি প্রার্থী মোঃ তানহা ইসলাম, রাজিব চন্দ্র মূর্তি, সাধারণ সম্পাদক প্রার্থী আবেদ হোসেন, সবুজ চন্দ্র দাস প্রার্থী হয়েছেন।

পরবর্তীতে এ সকল ওয়ার্ডের কমিটি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD