1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

ঘুরতে যাওয়ার কথা বলে বন্ধুকে হত্যা, গ্রেফতার আরো ১ জন

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে ঘুরতে যাওয়ার কথা বলে হযরত আলী (২০) নামের এক যুবককে হত্যা করে তারই বন্ধুরা। সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ফতুল্লার মাসদাইর কবরস্থানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতর নাম রাজীব। সে জামালপুর জেলার মেলান্দহের পটলপাড়া এলাকার মৃত আয়নালের ছেলে।

এ ঘটনায় এর আগে মো. জুবায়েত ইসলাম (১৯), মো. রিফাত (১৮) ও মো. সজল (১৮) নামের আরও তিন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত বছরের ৫ ডিসেম্বর বন্ধুদের সাথে লঞ্চে করে মতলবের বেলতলী লেংটার মাজারে যাচ্ছিলেন হযরত আলী (২০)। এমন সময় হটাৎ ধলেশ্বরী ও মেঘনার মাঝামাঝি স্থানে টয়লেটে গিয়ে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যায় ওই তরুন। এমনটাই জানায় তার সাথে থাকা বন্ধুরা। পরে, গজারিয়া কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ নদীতে উদ্ধার তৎপরতা চালালেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার তিন দিন পন (৮ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ থানাধীন শম্ভুপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ চর হোগলা মেঘনা নদীর কিনারে কচুরিপানার ভিতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হযরত আলীর লাশ সনাক্ত করে তার বাবা। পরবর্তীতে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এদিকে, ময়না তদন্তের রিপোর্ট আসা মাত্র বেরিয়ে আসে আসল রহস্য। রিপোর্ট অনুযায়ী, হযরত আলীর মৃত্যু পা পিছলে নদীতে পড়ে হযনি। তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনাগত কার্যক্রমের জন্য বন্দর কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD