1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

ফতুল্লা অটোরিক্সা থেকে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লা অটোরিক্সা থেকে চাঁদা আদায়ের অভিযোগে মোঃ রাজু(৩৫) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানার আলীগঞ্জের মোঃ রানা(২৬) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজী মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পঞ্চবটী রোড এলাকায় প্রতিটি অটোরিক্সা থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলো। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এবং বিকেল চারটার দিক বাদী তার অটোরিক্সা নিয়ে পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকায় গেলে অটোরিক্সা চাঁদা বাবদ জোড় করে একশত করে মোট দুইশত টাকা নিয়ে যায়।

পরবর্তীতে সন্ধ্যা অনুমান ৬ টার সময় পঞ্চবটি বাসস্ট্যান্ড এলাকায় পুনরায় টিপ মারার জন্য গেলে অভিযুক্ত আসামীরা বাদীর নিকট থেকে ১ শত টাকা দাবী করে। বাদী টাকা প্রদানে অস্বীকার করলে অভিযুক্তরা তাকে মারধর করে সাথে থাকা ৯ শত ৭০ টাকা জোড় পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রেজাউল করিম জানায়, মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামী রাজু কে শুক্রবার ভোর সকালে পঞ্চবটী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD