আমার নারায়ণগঞ্জঃ
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রহমান(৪৬) নামে এক মুদী ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে স্থানীয় সন্ত্রাসী বুলবুলগং।
মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী বিকেলে বন্দর শাহীমসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত আব্দুর রহমান বাদী হয়ে সন্ত্রাসী বুলবুলসহ কয়েকজনকে আসামী করে বন্দও থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযুক্তরা হলেন শাহী মসজিদ ঠাকুরবাড়ি এলাকার মৃত রাজা মিয়ার ৩ ছেলে বুলবুল(৩২),রাজিব(৩০),মুন্না (২৮)।
আহত আব্দুর রহমান বিবাদীদের সাথে আমার দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। বিবাদীরা এর আগেও আমাকে মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করে আসছে। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি দুপুরে আমার জায়গার সিমানা নিয়ে কথা কাটা কাটির এক পর্যায় বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে। আমি গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আমাকে এলাপাথারি ভাবে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। তাদের হাতে থাকা লােহার রড, কাঠের ডাসা ও ধারালো ছুরি, ইত্যাদি দিয়ে আমাকে
এলােপাথারি ভাবে মারধর গুরু করে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া নীলাফুলা জখম করে। এমনকি তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমাকে কুপিয়ে প্রাননাশের চেষ্টা করে।
পরবর্তীতে আমি ও আমার পরিবারের লোকজনদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা প্রান নাশের হুমকি ধমকি দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
এব্যাপারে বন্দর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।