আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় কোচিংয়ে যাওয়ার পথে কলেজ পড়ুয়া দ্বাদশ শ্রেনীর ছাত্রী (১৭)কে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।
এ ঘটনায় অপহৃত কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে ফতুল্লার থানার পাগলা দেলপাড়া এলাকায়।
মামলার আসামীরা হলো রাফিন (২১), কাউসার ( ২১), শফিক (৫০) রিনা (৪০) ও তামান্না (২৪)।
মামলায় অপহৃত ছাত্রীর বাবা উল্লেখ করেন, তার মেয়ে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। কলেজে যাতায়াতের পথে রিফাত তার মেয়েকে প্রায় সময় উত্যক্ত করতো।
এ বিষয় নিয়ে স্থানীয়ভাবে রিফাতের পরিবারের সদস্যদের কে অবগত করাসহ উত্যক্ত না করার জন্য শাসিয়ে দেয়া হয়। এতে করে রিফাত ক্ষিপ্ত হয়ে মামলার অপর আসামীদের যোগসাজশে ১৩ ফেব্রুয়ারী তার মেয়ে নিজ বাসা থেকে কোচিংয়ে যাওয়ার পথে হাজী মিছির আলী কলেজ গেইটের সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন মোল্লা জানায়, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।