আমার নারায়ণগঞ্জঃ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ আইন কলেজ।
মঙ্গলবার সকালে চাষাঢ়া শহীদ মিনারে এই ফুলেল শ্রদ্ধা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আইন কলেহের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন ভূঁইয়া, উপ অধ্যক্ষ রবিউল আমিন রনি, ভিপি এমএম হাসান, জিএস আমজাদ , এজিএস শাহাদাৎ, জাহিদুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, রিয়া আহম্মেদ, ইরানী, নিবেদিতা, উর্মি, কবিতা, সোনিয়া, মিম, উপমা, সায়মা, আমেনা, জাহিদুল হক রুপক, শামীম, এনায়েত উল্লাহ, ফজলে রাব্বী, ইভা, নূর, ফরহাদ, মুক্তি, চম্পা, পিয়াস, শুভ সরকার, মিজান, উজ্জল, রেজাউল, জহির প্রমূখ।