1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

শিল্প-সংস্কৃতি ও সাহিত্যর বিকল্প কিছু নাই- এসপি রাসেল

  • প্রকাশিতঃ সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেছেন, ভাষার মাসে বঙ্গবন্ধুসহ সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভাষার সংস্কৃতি হলো বাঙ্গালীর একটি ঐতিহ্য, বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানিক বা একাডেমিক ভাবে যেটা ধরেছে রেখেছে , সেটাই হলো শিল্পকলা একাডেমি। আমাদের বাঙ্গালী জাতির দৃষ্টি, কালচার, সাহিত্য, ছড়াগান, লালন, নাটকসহ সংস্কৃতি গুলো ধরে রাখার যে প্রয়াস আমাদের প্রজন্ম ধরে রেখেছে। বাঙ্গালির সাহিত্য-সংস্কৃতির যে চর্চা শিল্পকলা একাডেমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রেখেছে। নারায়ণগঞ্জে আধুনিক শিল্পকলা একাডেমি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য শামীম ওসমান সাহেব গড়ে তুলেছেন, আমার মনে হয় না এমন আধুনিক শিল্পকলা একাডেমি বাংলাদেশের সব জেলায় আছে। আমি মনে করি নারায়ণগঞ্জের মানুষের সফলতা সার্থক হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শিল্পকলা একাডেমিতে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের যে শিল্প-সংস্কৃতি ও সাহিত্য, এগুলোতে আমাদের আরও বেশী বেশী চর্চা করতে হবে। এই চর্চার মধ্যেই আমরা এই সমাজকে মাদক মুক্ত করতে পারবো, এই সমাজকে জঙ্গিবাদ মুক্ত করতে পারবো। আমি যদি আমার সন্তানকে মাদক মুক্ত, জঙ্গিবাদের ভয়াল থাবা থেকে মুক্ত করতে চাই। তাহলে শিল্প-সংস্কৃতি ও সাহিত্যর বিকল্প কিছু নাই। এখন আমরা মর্ডানের পরে পোস্টমর্ডানাইজেশনের দিকে চলে যাচ্ছি, পাশ্চাত্য সংস্কৃতি থেকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু নেবো। শেখার জন্য যতটুকু প্রয়োজন সেইটুকু আমি গ্রহন করবো। কিন্তু অনুকরণ করা যাবে না। অনুসরণ করা যায় কিন্তু অনকরণ করা যাবে না। জঙ্গিবাদ ও মাদকের থাবা থেকে রক্ষা পেতে হলে আমাদের দেশীয় কালচার, ভাষা, সাহিত্য, ইতিহাস তুলে ধরতে হবে। আজ সেই কাজ গুলো শিল্পকলা একাডেমি করে যাচ্ছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD