আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ৬৭৩ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ মোশারফ হোসেন।
বিকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৬৭৩ পিস ইয়াবা এবং ০২ কেজি গাঁজা’সহ মোঃ আলী নুর (৪৫), পিতা-মোঃ শমসের আলী, সাং-শিমরাইল, মধ্যপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আলী নুর এর বিরুদ্ধে ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় ০৩ টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোঃ আলী নুর (৪৫) আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা এবং গাঁজা সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে।
মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।