আমার নারায়ণগঞ্জঃ
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে নারায়ণগঞ্জে ছাত্রলীগের বিশেষ কর্মীসভার আয়োজনে নারায়নগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা মৃদুলের নের্তৃত্বে কয়েকহাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করে মিছিল নিয়ে যোগদান করা হয়।
নেতাকর্মীদের দেখার মত শোডাউন দিয়ে চমক দিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা মৃদুল আহম্মেদ। সবার মুখে স্লোগান ছিলো শামীম ওসমান এর ভয় নাই রাজপথ ছাড়িনাই অয়ন ওসমান এর ভয় নাই রাজপথ ছাড়িনাই।
শনিবার (১৮ ফেব্রুয়ারি)
বিকেল তিনটায় নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে শুরু হবে ছাত্রলীগের এ বিশেষ কর্মীসভা। সভায় জেলার প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে অংশ নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সভায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান উপস্থিত ছিলেন। এছাড়া জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে আগামীতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের নেতাকর্মীদের করণীয় নানা দিকনির্দেশনা দেয়া হয়েছে।