1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

দর্শক সারিতে শামীম ওসমান

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ স্মাট বাংলাদেশ গড়তে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের গতিশীল নেতৃত্ব দেওয়া হবে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। তাঁরা বলেছেন, ঢাকার পাশের নারায়ণগঞ্জ সব সময়ে গুরুত্বপূর্ণ। সে কারণে এ মহানগর থেকেই মাঠ পর্যায়ে কর্মী সভা করে নেতা নির্বাচন শুরু করতে যাচ্ছি। আগামী দিনের ছাত্রলীগ হতে হবে স্মার্ট এবং আধুনিক একটি বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশ্বস্ত হাতিয়ার।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ওসমানী স্টেডিয়াম মাঠে মহানগর ছাত্রলীগের কর্মীসভায় বক্তব্য দিতে গিয়ে এ দুই নেতা এসব কথা বলেন। কর্মী সভাতে বক্তা ছিলেন এ দুইজনই। মঞ্চে ছিল না কোন চেয়ার। স্থানীয় এমপি শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল থেকে শুরু করে আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতারা সকলে ছিলেন দর্শক সারিতে বসা। এবং তাদের কেউ বক্তব্য দেয়নি।

তবে সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য চলাকালে পাশে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত শরীফ বিন্দু ছিলেন।

সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আজকে আমরা দেখে গেছি নারায়ণগঞ্জ ছাত্রলীগের অবস্থান। আমরা শুধু ঢাকায় বসে প্রেস রিলিজ দিয়ে কমিটি দিতে রাজী না। মাঠে ঘুরে ছাত্রলীগের অবস্থান দেখে তৃণমূলের মতামতে কমিটি দিব। কিন্তু সেই কমিটিকে অবশ্যই হতে হবে গতিশীল ও স্মাট।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD