1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

ফতুল্লায় পুলিশ বস্তা খুলতেই ছেলের মরদেহ পেলেন বাবা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশের ড্রেন থেকে জনি সরকার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিষ্ণপুর গ্রামের করুনা সরকারের ছেলে।

নিহতের বাবা করুনা সরকার ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন।

তিনি জানান, স্ত্রী, দুই মেয়ে ও একমাত্র ছেলে জনিকে নিয়ে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকেন তিনি। জনি মাঝেমধ্যে গার্মেন্টসে কাজ করেন আর এলাকার মাদকাসক্ত ছেলেদের সঙ্গে চলাফেরা করেন। গতরাত ৯টা থেকে জনি নিখোঁজ ছিলেন। সকালে খবর পান ড্রেনে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে আছে। এরপর পুলিশ এসে বস্তা থেকে মরদেহ বের করলে জনিকে শনাক্ত করেন তিনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্লাস্টিকের বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মারধর বা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে হত্যার প্রকৃত কারণ পাওয়া যাবে। এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD