আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে জুয়ার বোর্ডের আলোচিত দু’টি নাম ছোট শাহজাহান ও বড় শাহজাহান। পরিবহন জগতের সাথে থাকা বড় শাহজাহানের ব্যাপক পরিচিতি থাকার ফলে জুয়ার আসরেও তেমন নাম ভেসে উঠে এ শাহজাহানের। অথচ ১নং রেলষ্টেশনের অসাধু কিছু কর্মকর্তার জোগসাজসে সরকারী বিদ্যুৎ ফুটপাতের দোকানে ভাড়া দিয়ে রাতারাতি কোটিপতি বনে যাওয়া ছোট শাহজাহানও এখন শহর ও শহরতলীতে প্রতিটি জুয়ার বোর্ডের পার্টনার বনে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। তবে দুই জুয়ারী শাহজাহানের মধ্যে ছোট শাজাহান সবসময় থাকে লোক চক্ষুর অন্তরালে।
ব্যাপক অনুসন্ধানে ভেসে উঠে জুয়ার বোর্ডের অন্যতম মালিক ছোট শাজাহানের অজানা যত কাহিনী। সদর থানার বাসস্ট্যান্ডে মাসের পর মাস প্রকাশ্য বোর্ডে লাখ লাখ টাকার জুয়ার খেলা চলছে। শুধু তাই নয়, বোর্ডের অংশীদার বড় শাহজাহান গ্রেফতার হলেও অদৃশ্য যাদুর পরশে পুলিশের কাছে এখনও ধরা পড়েনি জুয়ার বোর্ডের অন্যতম মালিক ছোট শাহজাহান। বিভিন্ন সময়ে স্থানীয় গণমাধ্যমে জুয়ার বোর্ড লেখালেখি হলে সেখানে ছোট শাহজাহানের বক্তব্য নেয়ার সময় তিনি নিজেকে তুলসি পাতায় ধোয়া বলে চালিয়ে গেলেও প্রতিদিনই উক্ত জুয়ার বোর্ডের আয় থেকে তার হিস্যা নিচ্ছেন। আবার স্থানীয় একটি পত্রিকার প্রকাশকের ভাইয়ের সাথে ছোট শাজাহানের অর্থনৈতিক লেনদেন ও ব্যক্তিগত সর্ম্পক থাকার সুবাদে ছোট শাহজাহান প্রায়ই পুলিশী হয়রানী থেকে বেঁচে যাচ্ছেন এবং টাকার বিনিময়ে পুলিশ দিয়ে তার জুয়ার অন্যতম পার্টনার বড় শাহজাহানকে বিভিন্ন সময়ে বিভিন্ন মামলায় পুলিশে ধরিয়ে দিচ্ছেন এমনও অভিযোগ রয়েছে বাসষ্ট্যান্ড এলাকায়।
ইতিপুর্বে স্থানীয় বখাটে দিয়ে বড় শাহজাহানকে অপহরন, কোরবানী ঈদের প্রায় ১০ দিন পুর্বে বিস্ফোরক মামলা এবং তার সপ্তাহখানেক পরে আবার চাদাঁবাজি মামলা দিয়ে জেলে পাঠায় ছোট শাহজাহান। আর এসকল অপকর্মগুলো শুধুমাত্র জুয়ার বোর্ডের একক মালিকানা নেয়ার জন্য। টাকার বিনিময়ে এমন অপকর্ম করতে পেছনে তাকাতে হয়না ছোট শাহজাহানকে। কারন তার রয়েছে অবৈধভাবে উপার্জিত বিদ্যুৎ সংযোগের টাকা এবং সেই প্রকাশকের ভাইয়ের আর্শিবাদ।
জানা যায়, ছোট শাহজাহানের পিতার নাম নান্নু মিয়া। তিনি চাঁদপুরের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ ১নং রেল গেইটে ফলের ব্যবসা করতেন।
ছোট শাহজাহান জুয়া থেকে শুরু করে বিদ্যুৎ লাইন চুরি এছাড়াও আরও নানা রকমের অপকর্মে জড়িত। এছাড়াও তার বিরুদ্ধে জুয়ার বোর্ডে মাদক ও জুয়া খেলার মাললাও আছে র্যাব-১১ এর কাছে।