আমার নারায়ণগঞ্জঃ
বন্দরে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইমন ওরফে ইমু (১৯) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় টোকন (৪২) নামে আরো এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ইমন ওরফে ইমু বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার জুলহাস মোল্লা মিয়ার ছেলে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক আবুল হাসান হাওলাদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইমন ওরফে ইমু ও পলাতক মাদক ব্যবসায়ী টোকনকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৭(২)২৩। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী ইমন ওরফে ইমুকে আদালতে প্রেরণ করে পুলিশ।
এরআগে মঙ্গলবার রাতে বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ওই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অভিযানের
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইমন ওরফে ইমু ও পলাতক আসামী টোকন দীর্ঘ দিন ধরে বন্দরে দক্ষিন লক্ষনখোলা এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা করে আসছিল। গোন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ লক্ষনখোলা এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ইমন ওরফে ইমুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।