আমার নারায়ণগঞ্জ:
সোনারগাঁওয়ে একটি পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টায় সোনারগাঁও পৌরসভার দুলালপুর নোয়াইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা বুধবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন নেই। তার শরীরে মাল্টিকালারের চেক শার্ট ও শার্টের নিচে সাদা রংয়ের গেঞ্জি এবং কোমরের নিচে উলঙ্গ অবস্থায় ছিল। তবে ময়নাতদন্তের পর বাকিটা বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।