1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

অবশাঙ্গ আলীর পরিবারের মুখে হাসি ফুটালেন আজমেরী ওসমান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
বন্দরে না ফিরার দেশে চলে যাওয়া অবশাঙ্গ আলী হোসেনের পরিবোরের মুখে হাসি ফুটালেন সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। সোমবার দুপুরে তার পরিবারের কাছে অনুদানের অর্থ হস্তান্তর করেছে যুবনেতা আজমেরী ওসমানের কর্মী সমর্থকরা। এসময় খুশিতে আবেহপ্রবন হয়ে নাসিম ওসামনের ছবি নিয়ে তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারটি।

প্রসঙ্গত, গেল মাসেই ইন্তেকাল করেছেন অবশাঙ্গ হয়ে পড়ে থাকা ট্রাক চালক মো. আলী হোসেন। সে পদুঘড় বাড়ৈখালি চন্দী মার্কেট এলাকার বাসিন্দা। শহরের নিতাইগঞ্জ স্ট্যান্ডে তাকে সবাই আলী ভাই বলেই ডাকতো। কিন্তু এরও আগে গেল ২ বছর তিনি স্ট্রোক জনিত কারণে প্যারালাসিস হয়ে যায়। এরপর থেকে তিনি আর চলাফেরা করতে পারে না। বন্ধ হয়ে যায় সকল উপার্জনের পথ। তাই হুইল চেয়ার ও অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন আজমেরী ওসমান। সে মারা যাওয়ার পর কথা মত এ মাসে আলীর পরিবারের কাছে সংসারের খরচ বাবদ অনুদান হিসেবে সহযোগীতায় পাশে রয়েছেন আজমেরী ওসমান।

এ বিষয়ে আলীর স্ত্রী চন্ডী বানু জানায়, আমরা আজমেরী ওসমান ভাইয়ের কাছে অনেক ঋণি।ভাই জান বলেছেন, আলী ভাইয়ের পরিবারের পাশে আছেন, যতদিন পারবেন আমাদের সহযোগীতা করে যাবেন। তিনি সে কথা রেখেছেন। আমরা তার পরিবারের জন্য দোয়া করি।

অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, হাসনাত শাওন, গোলাম মাওলা, পলাশ, ওয়াহিদ আলী, জসিম, আলী, রিফাট, বাবু, আজিজ মিয়াসহ প্রমুখ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD