1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রাজবাড়ী জেলার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ী জেলা প্রশাসক এবং অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত বছরের ২ নভেম্বর জাহিদুল ইসলাম রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। একই বছরের ৩০ অক্টোবর তাকে রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

জাহিদুল ইসলাম ১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মা-বাবার তিন সন্তানের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে বড়।

ছাত্র জীবন থেকেই মেধার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন জাহিদুল। সেখানে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তির আওতায় আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় কৃতিত্বের সঙ্গে যুক্তরাজ্য থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলায় যোগদান করেন জাহিদুল ইসলাম। পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও মৌলভীবাজারের সদরে উপজেলায়ও দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে এবং নোয়াখালী জেলার চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতার স্মারক হিসেবে কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তার পুরস্কার পেয়েছিলেন তিনি।

এর আগে ৩০ ডিসেম্বর কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৬ জানুয়ারি নতুন একটি প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করে মোহাম্মদ মাহমুদুল হককে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে পূর্ণরায় স্বপদে বহাল রাখা হয়। তবে এ আদেশের ৩ দিনের মাথায় ফের অপর একটি আদেশে তাকে পরিবর্তন করে তার পদে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে তার স্থানে স্থলাভিষিক্ত করে জেলা প্রশাসককের দায়িত্ব দিয়ে বদলি করা হলো।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD