আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১৫৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো. সাব্বির (২০) নামের এক যুবক।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম মামলার বিষয়টি করেছেন।
মামলায় ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০/৩০ জনকে আসামি করা হয়।
এর আগে, গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসিনের আদালতে মামলাটি (নং ৩২৮/২৪) দায়ের করেন সাব্বির। আদালত মামলাটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মামলার বাদী নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদি মো. সাব্বির গত বছরের ২৫ জুলাই দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে শান্তিপূর্ণ মিছিল চলাকালীন সময়ে শামীম ওসমানের নির্দেশে তাঁদের দলীয় সন্ত্রাসীরা বাদীসহ ছাত্র-জনতার ওপর হামলা শুরু করে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পর ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ ঘটনায় কয়েকজন ছাত্রছাত্রী ও নিরীহ জনতা গুলিবিদ্ধ হন। এর একপর্যায়ে মামলার বাদী পিঠে গুলিবিদ্ধ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাঁকে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ও মিছিলে থাকা লোকজন সাব্বিরকে উদ্ধার করে নারায়ণঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন অসুস্থ থাকায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে মামলা দায়ের করতে বিলম্ব হয়।