1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (১ জানুয়ারি) সকালে রূপসী-কাঞ্চন সড়কের হাটাবো জেলেপাড়া এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- রাম দাস (৭০), হাটাবো আতলাশপুর এলাকার বাসিন্দা, ইবাদুল্লাহ (৭০), একই এলাকার বাসিন্দা, হৃদয় (২৭), রাজধানীর নতুন বাজার এলাকার বাসিন্দা।

সকাল ৯টার দিকে হাটাবো জেলেপাড়া এলাকায় রাম দাস ও ইবাদুল্লাহ রাস্তার পাশে মাছ কিনছিলেন। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান। এ ঘটনায় আহত আবু তাহের, রাধামন, ও স্বর্বসর নামে তিন পথচারীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদেকে, ভোরে খেজুরের রস খেয়ে রূপগঞ্জ থেকে রাজধানীর নতুন বাজারে ফিরছিলেন হৃদয়, মুন্না ও শান্ত। হাটাবো এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হৃদয় ঘটনাস্থলেই মারা যান। আহত মুন্না ও শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD