আমার নারায়ণগঞ্জঃ
দেশের সমুদ্র অর্থনীতির নিরাপত্তা ও বিকাশে কোস্টগার্ডকে আধুনিকায়ন ও শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীর শের-ই বাংলা নগরে কোষ্টগার্ডের সদর দপ্তরে ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু স্যাটেলাটের সহযোগিতায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তারা যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিগগিরি এই বাহিনীতে যুক্তহবে আধুনিক জাহাজ, হোভারক্রাফ্টসহ বিভিন্ন সরঞ্জাম।
কোস্ট গার্ড সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আমাদের সমুদ্র সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। এতে জনগণ উপকার পাচ্ছে। জনগণের বন্ধু হিসেবে কোস্টগার্ড আত্মপ্রকাশ করেছে। দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে তারা মাদকপাচার, অস্ত্র চোরাচালান, জলদস্যুতা রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ- ভূমিধস, জলোচ্ছ্বাস ও বন্যার সময় কোস্ট গার্ড অবদান রেখে যাচ্ছে।’
বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘করোনার অতিমারি সারা বিশ্বে যখন অস্থির পরিস্থিতি তৈরি করেছিল, তখনো আমরা চেষ্টা করেছি অর্থনীতি ধরে রাখতে। এর পর যুদ্ধ বিশ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় খাদ্যমন্দা থেকে বাংলাদেশকে রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছি। আমাদের মিতব্যায়ী হতে হবে। উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে।’
বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের সমুদ্র সীমা রক্ষায় কোনো সরকার কাজ করেনি জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রথম উদ্যোগ নেয় এবং ভারত ও মিয়ানমারের কাছ থেকে বিশাল সমুদ্র সীমা নিজেদের আয়ত্তে আনে। তুলে ধরেন দেশের সামগ্রিক অর্থনীতিতে সামুদ্রিক ও নদীমাতৃক অর্থনীতির গুরুত্ব।
এ সময় তিনি আবারও বিশ্বব্যাপী অত্যাধিক মূল্যস্ফীতির প্রসঙ্গে সবাইকে সতর্ক করে মিতব্যায়ী হওয়ার আহ্বান জানান।