1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে মাদক মামলায় হিরু আলমের যাবজ্জীবন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত হিরু আলম সিদ্ধিরগঞ্জ উপজেলার বাসিন্দা।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানার একটি মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডল নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।’

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ‘২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হিরু আলম ওরফে হিরু মন্ডলকে ১২ লাখ ১৫ হাজার ৩০০ টাকার ইয়াবাসহ আটক করে র‌্যাব।

পরে এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেছেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD