1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

শ্বশুরবাড়ি থেকে আড়াইহাজারের স্বপন চেয়ারম্যান গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দশটায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় স্বপনকে। তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম স্বপনের বাড়ি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খাইল্লারচর গ্রামে। তিনি দীর্ঘ প্রায় দুই দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত দুই জনকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় তার শ্বশুর বাড়িতে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত হয়ে আমরা রাত আনুমানিক দশটায় ওই বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করি।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামী সাইফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আরও কোন মামলা আছে কিনা আমরা অনুসন্ধান করছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করে জেলা আদালতে প্রেরণ করা হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD