আমার নারায়ণগঞ্জঃ
বেশ ঘটা করে হয়ে গেল আরিয়ান আহম্মেদ আকাশ ও লামিয়ার হলুদ সন্ধ্যা। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) দিনগত রাতে এই দুইজনের পরিবারের ইচ্ছায় হয় ঘরোয়া আয়োজন। আর বৌ-ভাতের আনুষ্ঠানিকতা হচ্ছে শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে।
এইসময় উপস্থিত ছিলেন,আমার নারায়ণগঞ্জ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক জান্নাতুল ফেরদৌস জান্নাত,আমার নারায়ণগঞ্জ নিউজ পোর্টালের সহ-সম্পাদক প্রশান্ত,আরাফাত,তাইফ,শাওন,নওশাদ,শুভ(১),শুভ(২)সহ আরো অনেকে।