1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

১১১ জন শিশুর সুন্নতে খাতনা সম্পন্ন করেন কোয়ান্টাম ফাউন্ডেশন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
উত্তম ইবাদত” এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপাস্থ ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে কোয়ান্টাম ফাউন্ডেশন ফতুল্লা প্রি-সেল এর উদ্যোগে সুন্নতে খাতনা কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।

ফতুল্লা যুব সংসদ ও শাপলা কুঁড়ির আসর ফতুল্লা শাখার সহযোগিতার এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন মসজিদ-ই-নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাত।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার দাপাস্থ ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে ফতুল্লা যুব সংসদ এর সভাপতি আকতার ফারুক রিয়াদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।

কোয়ান্টাম ফাউন্ডেশন, ফতুল্লা প্রি-সেল’র আহবায়ক মো. সেলিম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবীদ বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ড. সেলিম আল মামুন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য উম্মে তাহেরা আঁখি, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গির আলম, ৮ নং ওয়ার্ড মেম্বার শেখ মোহাম্মদ ইমান আলী, শাপলা কুঁড়ির আসর ফতুল্লা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার মোহাম্মদ সিদ্দিক, ফতুল্লা যুব সংসদ এর সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মতিনুল ইসলাম মতিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাইদুল হক, মসজিদ ই নূর জামে মসজিদের সহ সভাপতি ইদ্রিস হাওলাদার, উপদেষ্টা আবু বক্কর মল্লিক, অর্থ সম্পাদক আবুল খায়ের ভূইয়া, ফতুল্লা যুব সংসদের উপদেষ্টা শফিকুল ইসলাম সেন্টু, ফতুল্লা যুব সংসদ এর সহ সভাপতি হমায়েত রসুল রিপন, গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান, কোয়ান্টাম ফতুল্লা প্রি-সেলের কর্মকর্তা এস এম আতাউর রহমান, আল-আমিন হোসেন, জাহিদুল ইসলাম তানভীর, মাউন্ট ভিউ স্কুলের পরিচালক মোশতাক আহম্মেদ, ফতুল্লা যুব সংসদের সদস্য নজরুল, তোফায়েল বাবু, আব্দুল হাই, আবু সাইদ বিশিষ্ট আইনজীবী এম এ মাসুদসহ আরো অনেকে।

দোয়ার মধ্য দিয়ে কার্যক্রমের শুভ সূচনা হয়। দোয়া পরিচালনা করেন মসজি-ই-নূর জামে মসজিদের ইমাম ও খতিব হারুন-অর-রশিদ ওবায়দী। দিনব্যাপী সুন্নতে খাতনা কার্যক্রমে মোট ১১১ জন শিশুর সুন্নতে খাতনা সম্পন্ন করে সংস্থাটি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD