1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

ফতুল্লায় শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৭৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সাইনবোর্ডে গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১৯২ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) মো. রিয়াজের স্ত্রী ফারজানা বেগম (২৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তিনি জানান, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় সাইনবোর্ডের পাসপোর্ট অফিসের সামনে গুলিবিদ্ধ হন রিয়াজ। এসময় স্তানীয়রা তাকে উদ্ধার করে আইডিয়াল স্কুলের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমরা খবর পেয়ে গিয়ে লাশ শনাক্ত করে আনি।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD