আমার নারায়ণগঞ্জঃ
দীর্ঘ ২৭ বছর পর নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দর ১৯, ২০, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর সোনাকান্দা এলাকায় ওই সম্মেলনের অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বন্দর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বহু মিছিল এসে অংশগ্রহণ করে, যাতে হাজার হাজার কর্মী- সমর্থক উপস্থিত ছিলেন।
এসময় মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আয়ুব আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ।
আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, মহানগর আওয়ামী লীগের সদস্য সুমন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দর ১৯, ২০, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।