1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২১ মে ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

চাষাড়ায় গুলিতে আহত ‘সুলতান ভাই কাচ্চি’র ম্যানেজার মারা গেছেন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ রোববার দিবাগত রাত নয়টায় নগরীর চাষাড়ায় গুলিতে আহত ‘সুলতান ভাই কাচ্চি’র ম্যানেজার শফিউর রহমান কাজল (৩৫) মারা গেছেন।

ঘটনার প্রায় পঁচিশ ঘন্টা পরে ৬ ফেব্রুয়ারী সোমবার রাত দশটায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পেটে ও পশ্চ্যাৎদেশে গুলি লেগেছিলো।

বাড়ির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে বাড়ির একাংশের বাড়িওয়ালা আজহার তালুকদার (৬৫) তার লাইসেন্স করা পিস্তল ও শটগান দিয়ে তাকে গুলি করেন। রোববার দিবাগত রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে।

চাষাড়ার আংগুরা প্লাজার একতলায় অবস্থিত সুলতান ভাই কাচ্চির মালিক শুক্কুর আলি জানান, এ ভবনের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তিনি বাড়ির জহিরুল তালুকদারের ভাড়াটিয়া। বাড়ির একাংশের মালিক আজহার তালুকদার এসে তার কাছে বকেয়া ইউটিলিটি বিল বাবদ দশ লাখ টাকা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে আজহার তালুকদার বাসা থেকে তার লাইসেন্স করা পিস্তল ও শটগান নিয়ে এসে গুলি করলে কাজল গুলিবিদ্ধ হয়।

ঘটনার পর পর পুলিশ আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে গ্রেফতার করে। তাদের একটি পিস্তল ও একটি শটগান জব্দ করে।

নারায়ণগঞ্জ থানার ওসি আনিচুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত দশটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রবিবার রাতেই শুক্কুর আলি বাদি হয়ে মামলা করেন। যে মামলায় আজহার ও তার ছেলে আরিফকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD