1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

ফতুল্লায় অটোরিক্সা চোর চক্রের পেশাদার দুই সদস্য গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা অটোরিক্সা চোর চক্রের পেশাদার সদস্য। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে দাপা ইদ্রাকপুর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর কবরস্থান রোডের ওয়াসীমের বাড়ীর ভাড়াটিয়া মৃত আব্দুল সামাদের ছেলে সুজন(২২) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাজু(২২)।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানায়, ৩০ জানুয়ারী ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে শাহাদাত নামক এক ব্যক্তির অটোরিক্সা চুরি হলে সে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীতে অফিসার ইনচার্জের নির্দেশে এবং তার দিক নির্দেশনায় অটোরিক্সা উদ্ধারের তদন্তে নেমে নিজস্ব সোর্সের মাধ্যমে জানতে পেরে শুক্রবার রাত ১০টায় দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সা চুরির সাথে জড়িত থাকার অভিযোগে, সুজন ও রাজু কে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিক্সা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওয়াসীম ও জুয়েলের নির্দেশে তারা অটোরিক্সা চুরি করে। চোরাইকৃত অটোরিক্সা তারা ওয়াসীম এবং জুয়েলের নিকট বিক্রি করে থাকে। ওয়াসীম ও জুয়েলকে আটকের চেষ্টাসহ চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD