1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:২০ অপরাহ্ন

রূপগঞ্জে এলজিইডির কর্মচারী-কর্মকর্তাদের মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর উপর হামলাকারী ও জড়িতকারীদের শাস্তির দাবিতে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ও মানববন্ধন করা হয়েছে।

গতকাল ৩০ জানুয়ারি সোমবার রূপগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন উপজেলা এলজিইডির কর্মচারী-কর্মকর্তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জামাল উদ্দিন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) শেখ তাজুল ইসলাম তুহিন, রূপগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ সামিউল আরেফিন, উপ সহকারী প্রকৌশলী এস এম সাব্বির হোসেন প্রমুখ।
এসময় বক্তারা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ও জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ আজীবন কালো তালিকাভুক্ত করা।

সারা দেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের উপর হামলার ঘটন্রা বিচার নিশ্চিত । ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নির্বিঘ রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিয়তায় সার্বক্ষণিক গানম্যান প্রদান ও নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসী ক্ষমতা প্রদান করার দাবি জানায়।

উল্লেখ্য যে, সারাদেশের এলজিইডির প্রকৌশলীদের এই মানববন্ধনে প্রকৌশলীদের জাতীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) একাত্মতা প্রকাশ করেছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD