1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

ফতুল্লার স্কুল ছাত্রী আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৩১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় স্কুল ছাত্রী আত্মহত্যার ঘটনায় এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার (১০ মার্চ) মুন্সিগঞ্জ গজারিয়ার হোসেনদী এলাকা থেকে আটক করা হয়। এর আগে গত ৩ মার্চ নিহত স্কুল ছাত্রীর বাবা ফতুল্লা মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আটককৃত যুবকের নাম মাহিন ওরফে মোহন (২৩)। সে ফতুল্লা লাল মিয়ার চর এলাকার পিয়াল আলীর ছেলে।

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ০১ মার্চ ফতুল্লায় কানাইনগর এলাকায় স্কুল ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, যার মামলা নং-০৯, তারিখ-০৩/০৩/২০২৩ ইং। চাঞ্চল্যকর এই আত্মহত্যার প্ররোচনা মামলার আসামীদেরকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে মামলার প্রধান আসামী মাহিন ওরফে মোহনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোছা. লামিয়া (১৬)’কে আসামীরা প্রায়ই স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত সহ খারাপ অঙ্গ ভঙ্গি করতো। গত ১ মার্চ তারিখে স্কুল থেকে ফেরার পথে আসামীরা ভিকটিমের গায়ের ওড়না ধরে টান দেয় এবং মোবাইলে বিভিন্ন ছবি ও ভিডিও ধারন করে। পরবর্তীতে আসামীরা নিহত ভিকটিমের মাকে হুমকি দেয় তার মেয়ের সাথে গ্রেপ্তারকৃত আসামীর বিয়ে না দিলে মোবাইলে ধারণকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে। ভিকটিম অপমান অপদস্থ সহ্য করতে না পেরে অভিমানে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দ্বারা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD