1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

রূপগঞ্জে গার্মেন্টস কারখানার সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৬১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার অন্তিম নিটিং এন্ড গার্মেন্টস কারখানার সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ভবনটির সাত তলায় সুইং সেকশন ফিনিসিং সেকশনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। সেজন্য কারখানা কোনো শ্রমিক ছিল না। সকাল ৯টার দিকে ভবনটির সাত তলায় সুইং সেকশনে প্রথমে বিকট শব্দ হয়ে ভবনটির চারদিকে দেয়াল ভেঙ্গে নিচে পড়ে যায়। সাথে সেখানে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে আগুন সুইং সেকশন থেকে ফিনিশিং সেকশনে ছড়িয়ে পড়ে।

এসময় কারখানার নিচে থাকার শ্রমিক কর্মচারী ও আশপাশের লোকজন কারখানার মধ্যে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চালায়।

পরে খবর পেয়ে সোনারগাঁ ও ডেমরা ফায়ার সার্ভিসের চার ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার ভিতরে থাকার কাপড়, মেশিনারিজ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে বিস্ফোরণের ফলে কারখানার পাশে একটি স-মিলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করলেও, কিভাবে আগুনের সূত্রপাত ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানাতে পারেননি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD