1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

আড়াইহাজারে জাতীয় কাবাডি খেলার এতিহ্য ধরে রাখতে কাবাডি খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
আড়াইহাজারে জাতীয় কাবাডি খেলার এতিহ্য ধরে রাখতে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে আড়াইহাজার শহিদ মঞ্জুর ষ্টেডিয়াম এই খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মঞ্জুরুল হাফিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী,মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আমান উল্লাহ আমান প্রমুখ। ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার ইশতিয়াক আহমেদ ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ পাশা। খেলায় অংশ নেন মাহমুদপুর ইউনিয়ন ও কালাপাহাড়িয়া ইউনিয়ন। এতে বিজয়ী হন মাহমুদপুর ইউনিয়ন। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ক্রীড়া সংস্থা।

জেলা প্রশাসক মুঞ্জরুল হাফিজ বলেন, খেলাধুলা যুবকদের চরিত্র গঠনের সহযোগিতা করে। বাল্য বিবাহও সন্ত্রাস থেকে দুরে রাখেন। তিনি সব সময় খেলা ধুলাকে প্রাধান্য দিতে সকলের প্রতি আহবান জানান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD